1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

“রাজনৈতিক এতিম” সাকিকে উচিত শিক্ষা দিতে প্রস্তুত গণঅধিকার পরিষদ

বিশেষ প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১ অক্টোবর, ২০২২

সাতটি রাজনৈতিক দল নিয়ে সরকারবিরোধী আন্দোলন জোরদার করতে নতুন গঠন করা গণতন্ত্র মঞ্চ নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোন্দল ও বিরোধ চরম আকার ধারণ করেছে৷ ইতিমধ্যেই গণতন্ত্র মঞ্চের অন্যতম সমন্বয়কারী জোনায়েদ সাকীকে রাজনৈতিকভাবে এতিম বলে ফেসবুক পোস্ট করেছেন নুরের গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব ইসমাইল হোসেন বাঁধন।

তার ব্যাক্তিগত ফেসবুক পোস্টে তিনি লিখেন,”সাকীর মতো রাজনৈতিক এতিমদের নোংরা আচরনের জবাব দিতে আমার থানা লেভেলের এক ইউনিটই যথেষ্ট !!! ওর ঔদ্ধত্যের জবাব চাই।”

জানা যায়, গতকাল (সেপ্টেম্বর ৩০) বিভিন্ন জায়গায় হামলা মামলার বিরুদ্ধে রাজধানীর শাহবাগে এক সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। মঞ্চের সামনের সারিতে অবস্থান নিয়ে নুর ও সাকীর দলের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।

ইসমাইল বলেন,”সাকীর কয়টা ভোট আছে, রাজনৈতিকভাবে এতিম একজন ব্যাক্তি কিভাবে সাহস পায় আমাদের তুই তোকারি করে কথা বলার। সে আমাদের *ল ছোল বলে মন্তব্য করে।”

এ বিষয়ে নুর বা রেজা কিবরিয়ার কোন মন্তব্য আছে কিনা জানতে চাইলে ইসমাইল বলেন, “এরা দেখতেছে বিষয়টা৷ এরা আলাপ আলোচনা করছে।”

যুব অধিকার পরিষদ এর সিনিয়র সহ সভাপতি হাবিলদার রজব আলী জানান,”এইসব আলাপের কোনো মানে আছে ভাই? বক্তব্য কে কে দেবে,মঞ্চে কে কে থাকবেন সেটাতো জোটে আপনার দলের নেতারাই সিদ্ধান্ত নিয়েছেন। তাদেরকে তো কিছু বলার সাহস নাই…….। ভাগেযোগে মিলেমিশে দেশলুট করে খাওয়ার জন্যে বড়ছোট মাঝারী দলগুলো ৯০ থেকে এ যাবত জোট করে। প্রকৃতার্থে দেশকে উদ্ধারে কেউ জোট করেনা। যদি দেশপ্রেমের জায়গা থেকে করত জনগনের ভাগ্য অনেক আগেই বদলে যেতো।”

শ্রমিক অধিকার পরিষদের নারী বিষয়ক সম্পাদক সুরায়া হাসান বলেন,”নুর ছাড়া কারো টাইম নাই, যত জোট করেন।”


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত