1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সর্বজনীন পেনশন বিল চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সব নাগরিককে পেনশন সুবিধার আওতায় আনতে সংসদে উত্থাপিত ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২’ চূড়ান্ত করেছে সংসদীয় কমিটি। বর্তমানে দেশে শুধু সরকারি কর্মচারীরা পেনশন পেলেও বেসরকারি চাকরিজীবীসহ রাষ্ট্রের সব নাগরিক পেনশন সুবিধা পান না। তাদের পেনশনের আওতায় আনতে অসচ্ছল নাগরিকদের চাঁদা সরকারি অনুদান হিসেবে প্রদানের বিধান রেখে বিলটি চূড়ান্ত করা হয়। বিলটি আইনে পরিণত হলে বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরা পেনশন কর্মসূচিতে অংশ নিতে পারবেন।

সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১০ম বৈঠকে বিলটি চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী। কমিটির সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মো. আবদুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী, রানা মোহাম্মদ সোহেল, মো. হারুনুর রশিদ এবং বিশেষ আমন্ত্রণে ফখরুল ইমাম বৈঠকে অংশ নেন। বিলে বলা হয়েছে, সর্বজনীন পেনশনের আওতায় ১৮ বছর বা তার বেশি বয়স থেকে ৫০ বছর বয়সী সব বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবে। বিশেষ বিবেচনায় পঞ্চাশোর্ধ্বদেরও এর আওতায় রাখার ব্যবস্থা রাখা হয়েছে। তবে সেক্ষেত্রে নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা দিতে হবে। পেনশন তহবিলে ধারাবাহিকভাবে কমপক্ষে ১০ বছর মাসিক চাঁদা পরিশোধ করে চাঁদাদাতার বয়স ৬০ বছর পূর্তিতে পেনশন তহবিলে পুঞ্জীভূত মুনাফাসহ জমার বিপরীতে পেনশন পাবেন বাংলাদেশের নাগরিকরা। নিরবচ্ছিন্নভাবে চাঁদা দেওয়ার শর্তে ৬০ বছর পূর্তিতে আজীবন বা পেনশনে থাকাকালীন চাঁদাদাতার মৃত্যুজনিত কারণে তার নমিনিকে নির্দিষ্ট সময় পর্যন্ত মাসিক হারে পেনশন দেওয়া হবে। বিলে নিম্ন আয় সীমার নিচের নাগরিক বা অসচ্ছল চাঁদাদাতার ক্ষেত্রে পেনশন তহবিলে মাসিক চাঁদার একটি অংশ সরকারের অনুদান হিসেবে প্রদান করার বিধান রাখা হয়েছে।

বিলে বলা হয়েছে, আইনের উদ্দেশ্য পূরণের জন্য একটি জাতীয় পেনশন কর্তৃপক্ষ গঠনের বিধান রাখা হয়েছে। এ কর্তৃপক্ষে একজন নির্বাহী চেয়ারম্যান ও চারজন সদস্য থাকবে। এদের নিয়োগ করবে সরকার। সরকারের অনুমোদন নিয়ে এ কর্তৃপক্ষ নিজ নামে ঋণ নিতে পারবে। এ ছাড়া সর্বজনীন পেনশন স্কিম পরিচালনার জন্য ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনের বিধান রাখা হয়েছে। যার চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী। সদস্য সচিব হবেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান।

বৈঠকে অর্থ বিভাগের সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য, বিভিন্ন সংস্থা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

 


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

সাতক্ষীরায় নাশকতার অভিযোগে জামায়াতের ৪ নেতা আটক

বেড়েছে রেমিট্যান্স প্রবাহ: ডিসেম্বরে এলো ১৮০০০ কোটি টাকা

অগ্নিকাণ্ডে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার করে টাকা দেবে সরকার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

ব্যাংকিং খাত নিয়ে ভয়ের কিছু নেই

বাংলাদেশ-পাকিস্তানের তুলনা কাশ্মিরের প্রভাবশালী ম্যাগাজিনে

মার্কিন ভিসানীতি বাংলাদেশের রপ্তানিতে প্রভাব ফেলবে না : বিজিএমইএ

৩ সেঞ্চুরিতে ৪৯৮ রান : ফের নিজেদের রেকর্ড ভাঙলো ইংল্যান্ড

রাজশাহী বিমানবন্দর

নওগাঁ থেকে রাজশাহী বিমানবন্দর পর্যন্ত চার লেন মহা-সড়কের উন্নয়ন কাজ শুরু

এদেশ কখনো দেউলিয়া না হওয়ার ঐতিহাসিক কারন আছে