1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছত্রাকের তালিকা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

বিভিন্ন মারণ ছত্রাক সংক্রমণের আশঙ্কা এখন আগের চেয়ে অনেক বেড়েছে। মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে এমন ছত্রাকগুলোর ক্যাটাগরিভিত্তিক একটি তালিকা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ছত্রাকের ওপর এই ধরনের তালিকা এই প্রথম। তালিকার নাম ‘ফাঙ্গাল প্রায়োরিটি প্যাথোজেন লিস্ট’ (এফপিপিএল)। বিশ্বব্যাপী বিভিন্ন রোগ সৃষ্টিকারী ছত্রাকের মধ্যে কোনগুলো কতটা বিপজ্জনক, মূলত তা চিহ্নিত করতেই তালিকাটি তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে করা গবেষণার ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

ছত্রাকগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ক্রিটিকাল, হাই ও মিডিয়াম।

ক্রিটিকাল তালিকার মধ্যে রয়েছে ক্যান্ডিডা অরিস। এই জীবাণুটির ওপর ওষুধের প্রভাব সীমিত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ছত্রাকের আক্রমণে প্রাণ হারান বহু মানুষ। বিশেষ করে হাসপাতালগুলোতে এর প্রাদুর্ভাব অত্যন্ত প্রবল। পাশাপাশি এই তালিকায় আছে ক্রিপ্টোকোকাস নিওফরম্যানস, অ্যাসপারগিলাস ফিউমিগাটাস এবং ক্যান্ডিডা অ্যালবিকানস নামের ছত্রাক।

হাই ক্যাটাগরিতে রয়েছে ক্যান্ডিডা পরিবারের অন্যান্য ছত্রাক। তা ছাড়া, মিউকোরালেস গোষ্ঠীর ছত্রাকও এই তালিকাভুক্ত। এই মিউকোরালেস মিউকোরমাইকোসিস বা কৃষ্ণ ছত্রাক সৃষ্টি করে। কোভিডকালে যে ব্ল্যাক ফাঙ্গাস দেখা গিয়েছিল, এটা সেই গোষ্ঠীরই।

মিডিয়াম ক্যাটাগরিতে রয়েছে কক্কাইডিয়োইডেস এসপিপি, ক্রিপ্টোকোকাস গাট্টিসহ বেশ কয়েক ধরনের ছত্রাক।


সর্বশেষ - জাতীয় সংবাদ