1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী ট্রেন যাত্রা করবে বুধবার (১ নভেম্বর)। এ লক্ষ্যে খুলনায় শনিবার (২৮ অক্টোবর) থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১০টি বগির ওই ট্রেনে সাত শতাধিক যাত্রী চলাচল করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বলেন, ‘পদ্মা সেতু হয়ে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ১ নভেম্বর রাত পৌনে ১০টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। যা বর্তমানে রাত সোয়া ১০টায় খুলনা থেকে ছেড়ে যমুনা সেতু হয়ে ঢাকা যাচ্ছে। ১ নভেম্বর থেকে এটি পদ্মা সেতু হয়ে ঢাকায় গেলে সময় কমে আসবে। এই ট্রেনের টিকিট ২৯ অক্টোবর থেকে বিক্রি শুরু হয়েছে।’

তিনি জানান, পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল উপলক্ষে বিশেষ কোনও আয়োজনের নির্দেশনা ২৯ অক্টোবর পর্যন্ত পাওয়া যায়নি।

এই ট্রেনের অগ্রিম টিকিট কাটা এক যাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘২৯ অক্টোবর খুলনা স্টেশনের কাউন্টার ফাঁকা ছিল। তাই টিকিট পেতে তেমন কোনও ঝামেলা পোহাতে হয়নি।’

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান বলেন, ‘পদ্মা সেতুর সুফলের অংশ হিসেবে ট্রেনযাত্রায় মাইলফলক তৈরি হলো। উন্নয়নের ধারাবাহিকতায় যা আরও সুসংহত হবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ