1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বাজারে বাড়তে থাকা দাম স্থিতিশীল রাখতে আলু আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। ইতোমধ্যে কৃষি মন্ত্রণালয় ২৮টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দিয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর আলু আমদানির অনুমতি দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত ২৮টি আবেদনের বিপরীতে ১৯ হাজার ৪০০ টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে আলু। বাজার ভেদে কেজিপ্রতি আলু ১০ থেকে ২০ টাকা করে বেশি দামে বিক্রির খবর পাওয়া গেছে। এ নিয়ে জনমনে অস্থিরতা তৈরি হলে সরকার তাৎক্ষণিক উদ্যোগ হিসেবে আলু আমদানির উদ্যোগ নেয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ