1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে মেহেরপুর থেকে পায়ে হেটে আসছেন মাসুম

মেহেরপুর জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য পেয়ে দীর্ঘ চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন মেহেরপুর পৌর শহরের মুখার্জিপাড়ার বাসিন্দা মাসুম পারভেজ। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে চান। সেই উদ্দেশ্যে মেহেরপুর প্রেস ক্লাব থেকে পদযাত্রা শুরু করেছেন মাসুদ। সোমবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পদযাত্রা শুরু করেন তিনি।

মাসুম পারভেজ পৌর শহরের মুখার্জিপাড়ার আব্দুর রবের ছেলে।

মাসুম পারভেজ বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে পেটের অসুখে ভুগছিলাম। জেলা ও আশপাশের জেলার অনেক চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে রোগ সারানো যায়নি। ২০১৯ সালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর আমি সুস্থ হয়ে উঠি।’

তিনি বলেন, ‘যখন চিকিৎসারত ছিলাম তখনই মনে মনে ওয়াদা করেছিলাম সুস্থ হলে হেঁটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের জন্য বের হবো। এখন আমি পুরোপুরি সুস্থ। সে কারণে ওয়াদা পালন ও প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে পদযাত্রা শুরু করলাম।’

মেহেরপুর থেকে হেঁটে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে প্রায় ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে মাসুম পারভেজকে।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু বলেন, ‘কৃতজ্ঞতা প্রকাশ করতে মাসুম পারভেজ যে উদ্যোগ নিয়েছেন তা সত্যিকার অর্থে প্রশংসনীয়। এই ভার্চুয়াল সমাজে মানুষকে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায় না।’

মাসুম পারভেজের বাবা আব্দুর রব বলেন, ‘আমার ছেলে মাসুম দীর্ঘদিন অসুস্থ ছিল। তার চিকিৎসা করাতে অনেক টাকা খরচ হয়েছে। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে স্কয়ার হাসপাতালে মাসুমের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর সে সুস্থ হয়। তখনই সে প্রতিজ্ঞা করে সুস্থ হয়ে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ