1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সাইকেলে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

‘নৈতিক উন্নয়ন হোক টেকসই উন্নয়নের হাতিয়ার’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারজন শিক্ষার্থী সাইকেলে চড়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন।

বিজয় দিবস উপলক্ষে গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৭টায় তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে যাত্রা শুরু করেন তাঁরা।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে টেকনাফ জিরো পয়েন্টে এসে তাদের যাত্রা শেষ হয়।

এতে অংশ নেওয়া শিক্ষার্থীরা হলেন, চবির রসায়ন বিভাগের মাহমুদ শরীফ, মো. যায়েদ ও লোকপ্রশাসন বিভাগের তোফায়েল আহমেদ এবং থংপং ম্রো।

শিক্ষার্থীরা বলেন, আমাদের লক্ষ্য পূরণের সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলো তীব্র মানসিক শক্তি। দেশের বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া এবং স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করেছি। পাশাপাশি আমরা চেষ্টা করেছি সাইক্লিংকে মানুষের মাঝে আরও সুন্দরভাবে তুলে ধরতে। আমরা মনেকরি সাইকেলিংকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহিত করতে পরলে এটা যেমন পরিবেশবান্ধব তেমনি অনেক জ্বালানিও বাঁচানো সম্ভব হবে। ভার্চুয়াল জগত থেকে বের হয়ে সুন্দর, সবুজের সমারোহ বাংলার বাস্তব সৌন্দর্য উপলব্ধি করেছি আমরা। এ যাত্রায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রতিপাদ্য বিষয়কে ছড়িয়ে দেয়ার চেষ্টা করেছি।


সর্বশেষ - জাতীয় সংবাদ