1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রয়াণ

নাজিম আজাদ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

টাঙ্গাইলের সখীপুরে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক।
গত রোববার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার আমতৈল পূর্বপাড়া গ্রামে ২ নম্বর বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ নির্বাচনের নৌকা প্রতীকের পথসভায় সভাপতির নির্ধারিত বক্তব্য শেষে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ বলেই তিনি মৃত্যুর কোলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের শেষে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ বলেই বীর মুক্তিযোদ্ধা মো.আবদুল মালেক দ্রুত বসে পড়েন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই মারা যান। আজ সোমবার বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেকের ছেলে কাদের হাসান জানান, বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আজন্ম বঙ্গবন্ধুর ভক্ত ছিলেন। জয় বাংলা এবং জয় বঙ্গবন্ধুর স্লোগান দিতে দিতেই তার মৃত্যু হলো। ওই পথসভায় উপস্থিত উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক আওয়ামী লীগের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি যে বক্তব্য রেখে গেছেন, তা অবশ্যই আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ