1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বায়ু বিদ্যুৎ প্রকল্পে প্রথম টারবাইন উত্তোলনের কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কক্সবাজারের খুরুশকুলে নির্মাণাধীন দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রথম টারবাইন উত্তোলনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি ২০২৩ সালের মে-জুন থেকে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন।

সোমবার (৩১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। এ প্রকল্পের মাধ্যমে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

প্রতিমন্ত্রী বলেন, ক্লিন এনার্জির মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে এই প্রকল্প বাংলাদেশকে নতুন পথ দেখাবে।

এর আগে গত ৩ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

জানা যায়, এই প্রকল্পের আওতায় কক্সবাজারের খুরুশকুল, পিএমখালী, চৌফলদণ্ডি ও ভারুয়াখালী ইউনিয়নে টারবাইনগুলো (পাখা) নির্মাণ করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ জানায়, খুরুশকুলের এই প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ