1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পদ্মা রেলসেতু: অফিসগামী মানুষের জন্য সুখবর

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

পদ্মা সেতু দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসের মাধ্যমে যাত্রীবাহী ট্রেন চালু হয়েছে। কিন্তু মাত্র দুটি আন্তঃনগর ট্রেন পদ্মাপারের মানুষের যাত্রার জন্য যথেষ্ট নয়। তবে ট্রেন বৃদ্ধিসহ ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অফিস টাইমে কমিউটার ট্রেন চালুর চিন্তাভাবনা চলছে বলে জানায় কর্তৃপক্ষ।

পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন ছুটছে রাজধানীতে। আবার রাজধানী থেকে বিরতিহীন ভাঙ্গা এবং ফরিদপুর, রাজবাড়ি, কুষ্টিয়া, পোরাদহ, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, কোর্ট চাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নওপাড়া, দৌলতপুর, খুলনা, ঝিকরগাছা ও বেনাপোল স্টেশনে যাচ্ছে।

পদ্মা সেতুর নতুন রেল নেটওয়ার্কে মুন্সীগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। তবে সেতুর দুই প্রান্ত মাওয়া, জাজিরা ও শিবচরের আধুনিক স্টেশন পুরোপুরি সচল থাকলেও ট্রেন থামছে না। তাই পদ্মার দুই পারের উচ্ছ্বসিত জনগোষ্ঠীর একটি বড় অংশের ট্রেন সুবিধা মিলছে না। এছাড়া বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেসও যাত্রী চাপ সামলাতে হিমসিম খাচ্ছে। তাই ট্রেন ও কোচ বৃদ্ধির দাবি সাধারণের।

মুন্সীগঞ্জের মাওয়া এলাকার স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন বলেন, ‘গুরুত্বপূর্ণ পদ্মা রেল প্রকল্পে ঢাকা বা দক্ষিণাঞ্চলে যাতায়াতের সুবিধার জন্য ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা অতি জরুরি। সেই সঙ্গে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে আন্তঃনগর ট্রেন ভিড়লে আমাদের সুবিধা হত। এখান থেকে আমরা ঢাকা, খুলনা ও বেনাপোলে যাতায়াত করতে পারতাম।’

কর্তৃপক্ষ বলছে, ট্রেনগুলোর ২০টি কোচ পর্যন্ত চলার সক্ষমতা থাকলেও প্লাটফর্ম ছোট থাকায় ১৬টির বেশি কোচ চালানো যাচ্ছে না। তবে ট্রেন বৃদ্ধিসহ ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত অফিস টাইমে কমিউটার ট্রেন চালুর চিন্তাভাবনা চলছে।

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ‘পদ্মা সেতুর ওপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস যাতায়াত করছে। এ প্রকল্প দিয়ে আমরা এক জোড়া ট্রেন দিয়ে যাত্রী পরিবহন শুরু করেছি। যাত্রীরা খুব আগ্রহ নিয়ে পারাপার হচ্ছেন। প্রতিটি কোচের সবগুলো টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের চাহিদার প্রেক্ষাপটে আমরা আগেও বিবেচনায় রেখেছি যে, এ রুটে আরও দুটি আন্তঃনগর ট্রেন পরিচালনা করবো।’

তিনি আরও বলেন, ‘ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত কমিউটার ট্রেন পরিচালনার পরিকল্পনা রয়েছে। আশা করি যাত্রীরা তখন পদ্মা রেল লিংক প্রকল্পের পুরোপুরি সুবিধা ভোগ করতে পারবে। চলতি মাসেই খুলনা থেকে নকশীকাঁথা ও রাজশাহী থেকে মধুমতী এক্সপ্রেস চালুর পরিকল্পনা আছে।’


সর্বশেষ - জাতীয় সংবাদ