1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নবীনরাই নেতৃত্ব দিয়ে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়বে: শেখ হাসিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আজকের নবীন অফিসাররাই হবে ’৪১ এর সৈনিক। তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে।

রোববার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২২ পরিদর্শন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সকাল ১০টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পৌঁছান প্রধানমন্ত্রী।

নবীন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “২০২১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা লাভ করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আজকের নবীন অফিসাররাই হবে ’৪১ এর সৈনিক। তারাই বাংলাদেশে নেতৃত্ব দিয়ে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। আমরা সেই লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাবো।”

আমাদের সেনাবাহিনী দুর্যোগ-দুর্বিপাকে সবসময় সবসময় যথাযথ ভূমিকা পালন করে। তাই সশস্ত্র বাহিনীর সব সদস্যদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান সরকারপ্রধান শেখ হাসিনা।

একইসঙ্গে সন্তানরা দেশের সেবায় সেনাবাহিনীতে যোগ দেওয়ায় নবীন কর্মকর্তাদের অভিভাবকদেরও প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

মিলিটারি একাডেমিতে অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দুপুরে হেলিকপ্টারে চট্টগ্রাম স্টেডিয়ামে আসবেন শেখ হাসিনা। স্টেডিয়াম থেকে গাড়িতে প্রধানমন্ত্রী পলোগ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন। চট্টগ্রাম নগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি ১৬০ ফুট লম্বা নৌকার আদলে তৈরি সভা মঞ্চে ভাষণ দেবেন তিনি।

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল ঘিরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। সকাল ১০টার পর থেকেই চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে জনসভাস্থলের দিকে দলীয় নেতাকর্মী সমর্থকরা উৎসবমুখর পরিবেশে মিছিল সহকারে জনসভায় যোগ দিচ্ছেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ