1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

এবার ইমরান খানের যৌনালাপের অডিও ফাঁস 

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

আবার বিতর্কের মুখে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তথা সাবেক পাক-ক্রিকেটার ইমরান খান। ভাইরাল হলো ইমরানের একটি অডিও ক্লিপ।

সেই অডিও ক্লিপে ইমরানকে অন্য এক মহিলার সঙ্গে যৌন উদ্দীপক কথাবার্তা বলতে শোনা গিয়েছে। দুই পর্বের অডিও ক্লিপটি পাকিস্তানি সাংবাদিক সৈয়দ আলি হায়দারি তার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছেন। যদিও ইমরানের দলের তরফে দাবি করা হয়েছে, এই অডিও ক্লিপটি ভুয়া এবং ইমরানের ভাবমূর্তি নষ্ট করতে ইচ্ছাকৃত বানানো হয়েছে।

এই বছরের শুরুর দিকে ইমরান খানকে ক্ষমতাচু্যত করে পাক-মসনদে এখন জোটের সরকার। আর তার পর থেকেই ইমরানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনা হয়েছে শাহবাজ শরিফ সরকারের পক্ষ থেকে। কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যম দাবি করেছে, ফাঁস হওয়া কথোপকথন পাকিস্তানের পিএমও (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে এসেছে। কথোপকথনের সত্যতা নিয়ে প্রশ্ন উঠলেও কয়েকজন পাকিস্তানি সাংবাদিক দাবি করেছেন, অডিও ক্লিপে যে কণ্ঠ শোনা যাচ্ছে, তা আদপে ইমরান খানেরই।

সাংবাদিক হামজা আজহার সালাম একটি টুইটে লিখেছেন, ‘খান সাহেব তার ব্যক্তিগত জীবনে যা খুশি তাই করতে পারেন, তবে আমি আশা করি তিনি সমগ্র উম্মাহর জন্য নিজেকে এক ধরনের রোল মডেল মুসলিম নেতা হিসেবে উপস্থাপন করা বন্ধ করবেন।’

একটি ফেসবুক ভিডিওতে সাংবাদিক মনসুর আলি খান দাবি করেছেন, ওই অডিওতে যে মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে, তাকে তিনি চেনেন। যদিও তিনি ওই মহিলার নাম প্রকাশ্যে আনেননি। পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়াত টুইটারে লেখেন, ‘ইমরান খান এই অডিও ক্লিপ ফাঁস হওয়ার পর ইমরান হাশমি হয়ে গিয়েছেন।’

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অডিও ক্লিপটিকে ‘ভুয়া’ বলে দাবি করেছে। পিটিআই নেতা আরসলান খালিদ বলেছেন, ‘ইমরানের রাজনৈতিক প্রতিপক্ষরা ভুয়া অডিও এবং ভিডিও তৈরির বাইরে কিছু চিন্তা করতে পারে না।’

এর আগে অক্টোবর মাসেও ইমরানের একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসে, যেখানে তাকে সরকার বদলে ফেলার পরিকল্পনা করতে শোনা গিয়েছিল।


সর্বশেষ - জাতীয় সংবাদ