1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নেতাদের সমালোচনা করায় বিএনপি থেকে বহিষ্কৃত “পদবিহীন” মেজর আক্তারুজ্জামান

প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২

দলের নেতাদের সমালোচনা করায় বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি গতানুগতিক ভাষায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।

রোববার দুপুরে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মেজর (অব) আখতারুজ্জামানের ডাকনাম রঞ্জন। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে বিএনপিকে লজ্জাহীন ব্যর্থ, ব্যর্থ এবং ব্যর্থ দল বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপির লজ্জাশরম নেই। কোনো ভিশন নেই। তাদের নেতাদের শরম যখন কর্মীরা তাদের জুতা পেটা করবে

তিনি আরও বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে শেখ হাসিনার শাসনামল অনেক ভালো।

এছাড়া বছর কয়েক আগে মেজর আক্তারুজ্জামান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেয়াদব বলে আখ্যায়িত করেন।

বহিষ্কার প্রসঙ্গে রিজভী বলেন, দলীয় শৃঙ্খলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর ‌‌-গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেজর আক্তারুজ্জামান সময়ের আলোকে বলেন, ‘কুন ফায়া কুন! আল্লাহ যা হুকুম করেছে তাই হয়েছে। বহিষ্কার বলছে তো বহিষ্কারই। এরজন্য চিঠি লাগবে না। আমিও শুনেছি আমাকে নাকি বহিষ্কার করা হয়েছে। এখন একটাই কথা বিএনপিতে যে যা আদেশ দেয় তাই ফরমান হয়ে যায়’।

উল্লেখ্য দলে মেজর আখতারুজ্জামানের কোনো পদ নেই বলে। তাই কিসের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে তা সুষ্পষ্ট নয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ