1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সাড়ে ১৮ লাখ টাকায় ২ ভোল মাছ 

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

দুবলার চরের এক জেলের জালে ধরা পড়া দুটি ভোল মাছ বিক্রি হয়েছে সাড়ে ১৮ লাখ টাকায়; যেটির মধ্যে একটির ওজন সাড়ে ৩৬ কেজি এবং আরেকটি ২৭ কেজি।

এর মধ্যে বড়টির ১১ লাখ এবং ছোটটির সাড়ে ৭ লাখ টাকা দাম পড়েছে বলে জানিয়েছেন এর ক্রেতা মোংলার মাছ বাজারের আড়ৎদার মেসার্স জয়মনি ফিস এর মালিক আল আমিন।

ফারুক হোসেন নামে এক জেলে দাঁতিনা প্রজাতির ভোল মাছ দুটি ধরেন বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে তা দুবলার চর আড়তে নিলামে তোলা হলে ২৫ জনের মধ্যে আল আমিন সর্বোচ্চ দর হাঁকেন।

এই মাছ ব্যবসায়ী জানান, শনিবার মাছ দুটি প্রক্রিয়াজাত করে ভালো দামে বিক্রির জন্য চট্টগ্রামে পাঠিয়েছেন তিনি।

দুবলার চর থেকে মাছ দুটি মোংলায় আল আমিনে আড়তে আনার পর তা দেখতে অনেক লোকের ভিড় জমে যায়।

এই আড়ৎদার বলেন, মাছ দুটি বড় হওয়ায় দামও অনেক বেশি। এ কারণে এখানে কাঁটলে বিক্রি হবে না। চট্টগ্রামে এ মাছের ব্যাপক চাহিদা থাকায় ভালো দামের আশা করছেন তিনি।

এ মাছের বিভিন্ন অংশ ওষুধি কাজে ব্যবহৃত হয়ে থাকে বলেও দাম অনেক বেশি বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা।

তারা বলেন, গত ১০ বছরে এত বড় ভোল মাছ ওঠেনি মোংলার বাজারে। প্রায় বিলুপ্তির পথে দাঁতিনা মাছের এ প্রজাতি।

এর আগে গত ১২ জানুয়ারি খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে সাড়ে ২৩ কেজি ওজনের একটি ভোল মাছ বিক্রির জন্য তোলা হয়েছিল। তখন সেটির দাম আট লাখ টাকার বেশি হাঁকানোর খবর এসেছিল।

ওই সময় খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেছিলেন, মূলত ভোল মাছ যত বড় হয়, এর দাম তত বেশি হয়। কারণ, সামুদ্রিক এই মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। বিভিন্ন দেশে বিশেষ স্যুপ তৈরিতেও এই মাছ ব্যবহার করা হয়।


সর্বশেষ - জাতীয় সংবাদ