1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নিজের শক্তিতে চলবে যে ট্রেন: আসছে ২০৩০ সালে!

ই-বার্তা ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২১ মার্চ, ২০২২

ট্রেন ছুটলে নিজের গতিতে চার্জ হয়ে যাবে ব্যাটারি। আর সেই ব্যাটারিই ছুটিয়ে নিয়ে যাবে ট্রেন। নাম তার ‘ইনিফিনিটি ট্রেন’। ২০৩০ সালের মধ্যেই এমন ট্রেনের যাত্রা শুরু হয়ে যেতে পারে।

‘ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং’ নামে ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বিশ্বে প্রথম এমন ট্রেন বানাতে উদ্যোগী হয়েছে অস্ট্রেলিয়ার লৌহ আকরিক প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকু। ইনফিনিটি ট্রেন তৈরির জন্য তারা ব্রিটেনের ব্যাটারি প্রস্তুতকারী সংস্থা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিংকে কিনে নিয়েছে।

দাবী করা হচ্ছে, এই ট্রেনের জ্বালানি খরচ কম। জ্বালানী-চালিত না হওয়ায় পরিবেশ দূষণও কমবে। পাশাপাশি, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য সময় সাশ্রয় হবে। ভরতে হবে না জ্বালানি। কারণ, এই ট্রেন চলার সময়ে নিজের থেকেই ব্যাটারি চার্জ করে নেবে।

প্রস্তুতকারী সংস্থা ফোর্টেসকুর সিইও এলিজাবেথ জেইনস সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, ইনিফিনিটি ট্রেন হবে বিশ্বের সেরা ট্রেন। সবচেয়ে শক্তিশালী বিদ্যুৎচালিত ট্রেন। একই সঙ্গে এটিই হবে বিশ্বের প্রথম ট্রেন, যেটি থেকে একটুও দূষণ হবে না।


সর্বশেষ - জাতীয় সংবাদ