1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মেসিদের উদযাপনে আছে বাংলাদেশের পতাকা

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

মাসখানেকের ফুটবলযজ্ঞ শেষ। অনেক জল্পনা-কল্পনা, অঙ্ক, স্ট্র্যাটেজি শেষে অধরা মাধুরী ধরা পড়েছে কিং লিও’র হাতে। তার আগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের বিদায়ে উত্তুঙ্গ আবেগের ঢেউ স্পর্শ করেছিল কাতারকে। মরক্কোর উদ্দীপনা তুলে ধরেছে আফ্রিকার পতাকা। তবে সবাইকে ছাপিয়ে গিয়েছেন মেসি। রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের ভাঙা হাটের পর বাকি গল্পটুকু শুধু আলবেসিলেস্তদের, শুধুই উদযাপনের। বিশ্বকাপের ভাঙা হাটে যা হয়ে উঠেছে শিল্প ও সাধনার জয়গান। মেসির স্বপ্ন-সফলের মঞ্চ যে অবশিষ্ট বিশ্বের কাছেও গভীর প্রেরণার আসর।

ইতোমধ্যে নিজ দেশে মেসিরা। বাজছে ঢাকঢোল। তালে তালে চলছে নীল-সাদা পতাকা হাতে নাচ। প্রাণে যেন খুশির তুফান। কেউ চেঁচাচ্ছে, কেউ লাফাচ্ছে, কেঁদেও ফেলছেন অনেকে। সেলিব্রেশনের সে কী ঢঙ। মনে হচ্ছিল, আর্জেন্টাইনরা শুধু জিততেই জানে না, জয়কে উদযাপনেও তারা সমান পটু!

কাতারের লুসাইল স্টেডিয়ামে ১৮ ডিসেম্বরের মায়াবী রাতেও লিওনেল মেসি যখন বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন, টেকনাফ থেকে তেঁতুলিয়ার জয়ধ্বনি উঠেছিল ভামোস আর্জেন্টিনা। অনেক বাধা পেরিয়ে ১৫ ইঞ্চির সোনালি ট্রফিটা হাতে নেওয়ার পর মেসিকে কেন্দ্র করেই এই উন্মাদনা ও অফুরান ভালোবাসার বিস্ফোরণ। বাংলাদেশি সমর্থকদের এমন আর্জেন্টিনা প্রেম শুধু দেশের গণ্ডিতে বাধা থাকেনি। সুদূর ১৬ হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনার জনগণও জেনে গেছেন সে কথা। জেনেছেন মেসিরাও। সে কারণেই মেসিরা ট্রফি নিয়ে দেশে ফিরতেই কোটি আর্জেন্টাইনদের উল্লাসে ছিল বাংলাদেশও।

বিশ্বকাপের মহারণ জিতে মঙ্গলবার ভোর রাতে ঘরে ফিরেছেন মেসি-মার্টিনেজ-আলভারেজরা। বুয়েন্স আয়ার্সে পা দিতেই তাদের অভ্যর্থনা জানাতে রাস্তায় ঢল নামে লাখো মানুষের। যেন তাদের অপেক্ষাতেই নাওয়া-খাওয়া-ঘুম বাদ দিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল সারা দেশ।

বিমানবন্দর থেকে ছাদখোলা বাসেই বিশ্বকাপ জয়ী ফুটবলাররা গান গেয়ে, ড্রাম বাজিয়ে ভক্তদের সঙ্গে আনন্দ উৎসবে শামিল হন। একটা সময় ভক্তরা এবং বিশ্বকাপ জয়ী ফুটবলাররা ‘মুচাচোস’ গানের ব্যান্ড সংস্করণের সঙ্গে তালে তালে নাচতে ও গাইতে থাকেন। এ গানটি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার আনঅফিসিয়াল জাতীয় সংগীতই হয়ে গিয়েছিল।

সেই উৎসব ভোর গড়িয়ে সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত চলছে তো চলছেই। আর্জেন্টিনার পতাকায় ছেয়ে গিয়েছে বুয়েন্স আয়ার্সের আকাশ। ভালোমতো খেয়াল করলে সেখানে দেখা মিলছে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও। এ যেন বাংলাদেশি সমর্থকদের প্রতি আর্জেন্টাইনদের কৃতজ্ঞতা।


সর্বশেষ - জাতীয় সংবাদ