1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের ঈদ উপহার দিলেন শেখ হাসিনা

জ্যেষ্ঠ প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

এরইমধ্যে মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে এই টাকা ভুক্তভোগীদের কাছে পৌঁছেছে বলেও জানান তিনি। এর আগে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতিনিধি দলকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

গত ৪ এপ্রিল ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীও আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আসে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর। আর পুরোপুরি নেভাতে সময় নিয়েছিল ৭৫ ঘণ্টা (৭ এপ্রিল সকাল ৯টা) পর্যন্ত। বঙ্গবাজারের আগুনের ঘটনায় আনুমানিক দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে তিন দফা দাবির কথা জানান।

দাবি গুলো হলো:

ব্যবসায়ীদের জন্য ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ।

তদন্ত কমিটি গঠন করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে নিজ নিজ দোকান ফিরে পান, সে ব্যবস্থা গ্রহণ।


সর্বশেষ - জাতীয় সংবাদ