1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কৃষকের ন্যায্য দাম পাওয়ার অধিকারও দেখতে হবে

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১ এপ্রিল, ২০২৪

‘বগুড়ায় এক মণ বেগুন ৮০ টাকা, ঢাকায় ১ কেজি বেগুনের দাম ৮০ টাকা।’- কয়দিন আগে এমন একটি খবর ভাইরাল হয়েছিল।

দামের এই রকম তারতম্য কেন সবাই জানে। মধ্যস্বত্ব ভোগী, ক্যারিং কস্ট আর ঘাটে ঘাটে সরকারি দলের নামে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি। কৃষকের প্রতিটি পণ্যই ঢাকায় আসতে এই অবস্থায়।

কৃষক ন্যায্য দাম পায় না। আবার ক্রেতাও ন্যায্য মূল্যে কিনতে পারে না। সরকারের কোনো মনিটরিং নেই। সরকার অনেক পণ্যের গায়ে এমআরপি (Maximum retail price) বা সর্বোচ্চ খুচরা মূল্য লিখে দিচ্ছে। নিত্য প্রয়োজনীয় বাজারের মূল্য তালিকাও নির্ধারণ করে দেয়, যদিও এর কোনো গুরুত্ব নেই, কেউ মানে না, শুধু বোর্ডে লেখা থাকে।

অন্যদিকে সরকার যদি শুধু ভোক্তার অধিকার দেখে এমআরপি নির্ধারণ করে, কৃষকের অধিকারও তাকে দেখার কথা। কিন্তু তা করছে না।

কখনো তরমুজ বয়কট, কখনো গরুর গোস্ত বয়কট–বাজারে হয়তো কিছুটা প্রভাব পড়ে। কিন্তু এর ফলে কৃষকও লোকসানের সম্মুখীন হয়।

সরকার যে অধিকারে এমআরপি করে সেই অধিকারে কৃষকের জন্যও পণ্যের ন্যূনতম বিক্রি মূল্য নির্ধারণ করা উচিত (Minimum support price)। আকাশ ছোঁয়া দামে যেমন কৃষক বিক্রি করবে না, তেমনি ন্যূনতম দাম পাওয়ারও তার অধিকার আছে। দাম না পেয়ে রাস্তায় দুধ ঢেলে দেওয়া, সবজি নষ্ট করা- এসবের সমাধান সরকারের হাতে।

আমি মনে করি সরকার যেমন এমআরপি নির্ধারণ করছে তেমনি এমএসপি বা কৃষকের পণ্যের সর্বনিম্ন একটা দামও ঠিক করা উচিত।

লেখক: আনিস আলমগীর, জ্যেষ্ঠ সাংবাদিক 


সর্বশেষ - জাতীয় সংবাদ