1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণ , গ্রেফতার ৩

চট্টগ্রাম প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ১০ জুন, ২০২২

চট্টগ্রামে পাহাড় কাটার সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ২টার দিকে পুলিশের সহযোগিতায় ওই তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক সাখাওয়াত হোসাইন।

গ্রেফতাররা হলেন বাঁশখালীর মো. সারোয়ার আলম (৪৮), গাইবান্ধার মো. নুরুল আমিন (৭০) এবং খাগড়াছড়ির অংশি মার্মা (২৭)।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা করেছেন।

মামলায় গ্রেফতার তিনজন ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন, শাহজাহান বাদশা ওরফে লাল বাদশা (৪৫), মো. আরিফ (৩২), মো. আজিজুল হক (৩০), জ্ঞান জ্যোতি ভিক্ষু (২৯) ও মো. বেলাল উদ্দিন মিজান (৩৯)।

আবদুল্লাহ আল মতিন বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের মাঝের ঘোষণা এলাকার সরকারি খাস পাহাড় দখল করে, পাহাড় কেটে বসতি নির্মাণ করে আসছে। আবার পাহাড় কেটে বেচাকেনাও চলছিল। বৃহস্পতিবার অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় তাদের ধরে পুলিশে সোপর্দ করা হয়।

বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, গ্রেফতারদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ