1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পর্যটনের অপার সম্ভাবনাময় বাইক্কা বিল

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১ আগস্ট, ২০২২

বর্ষায় অপরূপ সাজে সেজেছে মৌলভীবাজারের হাইল হাওড়ের বাইক্কা বিল। বিলের একাংশে রয়েছে হিজল ও করস গাছের ছোট বন। সন্ধ্যায় পাখির কিচিরমিচির আর গোধূলি- এসব দেখে মুগ্ধ পর্যটকরা। তবে বিলকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রশাসন।

যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এরই মধ্যে সূর্যের আলোকরশ্মি পানিতে পড়ে তৈরি করছে এক ধুম্রজাল। এ দৃশ্য দেখতে আপানকে যেতে হবে মৌলভীবাজারের হাইল হাওড়ের বাইক্কা বিলে।

মৌলভীবাজারের হাইল হাওড়ের এ বিলটির বর্ষা মৌসুমের এমন দৃশ্য যে কারো মন কাড়বে। এ বছর তেমন কোনো পর্যটক মৌলভীবাজারে না আসলেও শুধু বাইক্কা বিল দেখতে আসছেন অনেক পর্যটক। সিলেটের রাতারগুলের মতোই এ হাওড়ের একাংশ জুড়ে রয়েছে হিজল আর করস গাছের বন।

এমন শান্ত স্নিগ্ধ ও মনোরম পরিবেশ উপভোগ করতেই হাওড়ে নৌকা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। আবার অনেকে যাচ্ছেন হিজল বনে। প্রকৃতির এ রূপে মুগ্ধ তারা।

বাইক্কা বিলকে আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন।

২০০৩ সালের পহেলা জুলাই ১৭০ হেক্টরের এ বাইক্কা বিলকে মাছের স্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা দেয় সরকার।


সর্বশেষ - জাতীয় সংবাদ