1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের মালামালসহ চোর আটক

বাগেরহাট জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২২ আগস্ট, ২০২২

বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে পাচার হওয়া তামার তার ও মূল্যবান মালামালসহ এক পাচারকারীকে আটক করেছে মোংলা থানা পুলিশ। রোববার (২১ আগস্ট) বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের আপাবাড়ী সংলগ্ন রাস্তার পাশ থেকে তাকে আটক করা হয়। একরাম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ মনিরুল ইসলাম জানান, কয়েক মাস ধরে রামপাল উপজেলায় অবস্থিত তাপ বিদ্যুৎকেন্দ্রের ইলেকট্রিক ক্যাবল ও অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ চুরি হচ্ছে, যা কোনোভাবেই দমানো যাচ্ছিল না। ফলে অভিযানে নামে র‌্যাব, পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা। তিন চার দিন আগে ইলেকট্রনিকসের তামার তার দ্বিগরাজের রবিউল নামের এক চোরা ব্যবসায়ী মজুত করে রেখেছে-এমন খবর আসে পুলিশের কাছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মোংলা থানা পুলিশ।

পুলিশের উপস্থিতি ঠের পেয়ে পালানোর সময় খুলনার শেখপাড়া এলাকার মৃত ইসমাইল ব্যাপারির ছেলে মো. একরাম হোসেনকে (৪৫) আটক করা হয়। তার কাছ থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ মূল্যবান মালামাল জব্দ করা হয়। তবে মূল পাচারকারী রবিউল দৌড়ে পালিয়ে যান, তাকে আটক করতে পারেনি পুলিশ। উদ্ধার মালামালের মূল্য প্রায় ৫ লাখ টাকা। একরাম খুলনার শেখপাড়া এলাকায় এক লোহা ও বিভিন্ন মেশিনারিজ পণ্য ব্যাবসায়ী।

আগেও রবিউলের কাছ থেকে বেশ কয়েকদিন এ রকম পণ্য খুলনায় নিয়ে বিক্রি করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে একরাম হোসেন।

এ ঘটনায় মোংলা থানায় মামলা হয়েছে। আগেও রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র থেকে পাচার হওয়া বিপুল পরিমাণ মালামাল বাগেরহাট, খুলনা ও মোংলা বন্দরের বিভিন্ন এলাকা থেকে র‌্যাব-পুলিশ উদ্ধার করেছে বলেও জানান ওসি মোহাম্মাদ মনিরুল ইসলাম।


সর্বশেষ - জাতীয় সংবাদ