1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাংলাদেশের ফুটবল নিয়ে রিয়াল মাদ্রিদে আলোচনা, ‘লিজেন্ডস ম্যাচ’ হবে দক্ষিণ এশিয়াতে

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২২ আগস্ট, ২০২২

লা লিগায় গত রাতের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও সেল্তা ভিগো। সেল্তার মাঠে এই ম্যাচ দেখেছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। একই শহরে জন্ম নেওয়া জাতীয় দলের সাবেক কোচ অস্কার ব্রুজনও উপস্থিত ছিলেন এই সময়। সেল্তা ভিগো ‘বি’ দলে একসময় কোচিং করানো ব্রুজন আড্ডার এক ফাঁকে বাংলাদেশের ফুটবল সম্পর্কে অবগত করেছেন রিয়াল মাদ্রিদ সভাপতিকে।

বসুন্ধরা কোচ ব্রুজন বর্তমানে স্পেনে ছুটি কাটাচ্ছেন। সেখান থেকে বলেছেন, ‘আমাদের ভালো সময় কেটেছে। পেরেজ এশিয়ার ফুটবলের খোঁজ-খবর রাখেন। বাংলাদেশের ফুটবল সম্পর্কেও তাকে বলেছি। বাংলাদেশ থেকে বসুন্ধরা কিংস যে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের (এসিএল) প্লে-অফ খেলবে, সেটাও তাকে জানিয়েছি।’

দক্ষিণ এশিয়ার মাটিতে রিয়াল মাদ্রিদ লিজেন্ডদের নিয়ে ম্যাচ আয়োজনের ইচ্ছা রিয়াল সভাপতির। কয়েক বছর আগে মাদ্রিদের সাবেক তারকা রবার্তো কার্লোস ভারতের আইএসএলের ক্লাব দিল্লি ডাইনামোসের হয়ে খেলেছেন। তাই দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে পেরেজের বেশ ভালো ধারণা আছে।

ব্রুজন বলেছেন, ‘পেরেজ দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে অবহিত। তার ইচ্ছা রিয়াল লিজেন্ডদের নিয়ে এই অঞ্চলে ম্যাচ আয়োজন করার।’


সর্বশেষ - জাতীয় সংবাদ