1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রূপপুরে ইউরেনিয়াম আনতে ‘প্রটোকল চুক্তি’ সই

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির (ইউরেনিয়াম) প্রথম চালান দেশে আনতে চূড়ান্ত প্রটোকল চুক্তি সই হয়েছে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন রূপপুর প্রকল্পের পরিচালক ড. শৌকত আকবর। আর রাশিয়ার পক্ষে সই করেন অ্যাটমস্টপ্রয় এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট মি. ডেইরি।

বুধবার (৯ আগস্ট) রাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী ঠিকাদার প্রতিষ্ঠান রাশিয়ার রসাটম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর এএসই ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরি জানান, প্রকল্পের কাজ পুরোপুরি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে। রসাটমের প্রকৌশল শাখা সবক্ষেত্রেই তাদের ওপর অর্পিত দায়িত্ব পুরোপুরিভাবে পূরণ করছে। প্রকল্প সাইটে জ্বালানি পৌঁছানোর আগেইপ্রথম ইউনিট জ্বালানি লোডিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এছাড়া রিয়্যাক্টরে জ্বালানি লোডিংয়ের আগ পর্যন্ত সব নিরাপত্তা চাহিদা পূরণ করেই এই জ্বালানি সংরক্ষণের সব ব্যবস্থা নিশ্চিত হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুই ইউনিটে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলেছে। আগামী সেপ্টেম্বরে প্রথম চালানের ইউরেনিয়াম (জ্বালানি) রূপপুর প্রকল্পে এসে পৌঁছাবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত