1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

নোয়াখালীতে বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া বিডি সফটেক্সের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দিনগত রাতে বিশেষ অভিযানে সোনাইমুড়ীর ওয়াছেকপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সোমবার (২৮ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎকারী আনোয়ার হোসেনকে ১৭ বছরের সাজা দিয়েছে আদালত। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আসামি আনোয়ার হোসেন ২০১৫ সালের জুন মাসে বিডি সফটেক্সের চেয়ারম্যান হিসেবে বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন। পরে জামিনে মুক্ত হয়ে পলাতক থাকেন।


সর্বশেষ - জাতীয় সংবাদ