1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

কৈলাশটিলা কূপ থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হবে ৭০ লাখ ঘনফুট গ্যাস 

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের অধীন কৈলাশটিলা ২ নং গ্যাসকূপ গভীর ওয়ার্কওভার করে গ্যাসস্তরের সন্ধান পাওয়া গেছে। ফলে এখানে থেকে জাতীয় গ্রিডে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জ্বালানি খাতের জন্য আরো একটি সুখবর নিয়ে এলো পেট্রোবাংলার কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড।

এই কোম্পানির কৈলাশটিলা ২ নং কূপটি সফলভাবে ওয়ার্কওভার করে ডিপার হরাইজোনে গ্যাসস্তরের সন্ধান পাওয়া গেছে। খুব শিগগিরই এই কূপ থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। গ্যাসের বর্তমান বাজার মূল্য বিবেচনায় এ স্তরে উত্তোলনযোগ্য ৫৩ বিলিয়ন ঘনফুট গ্যাসের মূল্য ৩৬০০ কোটি টাকা।

এছাড়াও গ্যাসের সঙ্গে দৈনিক ৭০ ব্যারেল কনডেনসেট উৎপাদন করা যাবে। অপরদিকে এলএনজি প্রাইস বিবেচনায় ওই গ্যাসের মূল্য ৯৯০০ কোটি টাকা।

উল্লেখ্য, এ কূপের ওয়ার্কওভারে ব্যয় হচ্ছে প্রায় ৭১ কোটি ৮৫ লাখ টাকা (কোম্পানির নিজস্ব অর্থায়ন)।


সর্বশেষ - জাতীয় সংবাদ