1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

লাল-সবুজের ঝলকে লন্ডনের ব্রিজের ওয়াকওয়ে

অশোক আখন্দ : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে যুক্তরাজ্যে লন্ডনের অন্যতম পর্যটন কেন্দ্র টাওয়ার ব্রিজকে লাল-সবুজ রঙে সাজিয়েছে সিটি অব লন্ডন কর্পোরেশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিজের দুই টাওয়ারের মধ্যবর্তী ২১৩ ফুট উচুঁ ওয়াকওয়েতে এ আলোকসজ্জার উদ্যোক্তা হলেন সিটি অব লন্ডন কর্পোরেশনের কাউন্সিলম্যান মনসুর আলী।

তিনি বলেন, “যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির অবস্থান অনেক উঁচুতে এবং এ কমিউনিটির একজন ও কাউন্সিলম্যান হিসেবে আমি গর্বিত।”

অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য রুশনারা আলী। স্বাগত বক্তব্য দেন সিটি অব লন্ডন কর্পোরেশনের লর্ড মেয়রের প্রতিনিধি ডেভিড উটন, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপ টিমের ডেপুটি হেড ড্যানিয়েল পাশা, কাউন্সিলম্যান মনসুর আলী ও পপি জামান।

অনুষ্ঠানে ইতিহাসের পাঁচ বাঙালি কাজী নজরুল ইসলাম, তিতুমির, প্রীতিলতা ওয়াদ্দেদার, বেগম রোকেয়া ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা ধারা বিবরণীর মাধ্যমে স্মরণ করা হয় এবং তাদের আদলে পোশাক পরে অতিথিদের সামনে হেঁটে যান পাঁচ অভিনেতা।

আলোকসজ্জা দেখতে আসা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার আব্দাল উল্লাহ বলেন, “গত ২৬ মার্চ ‘লন্ডন আই’-সহ ব্রিটেনের বিভিন্ন আইকনিক স্থাপনায় আলোকসজ্জার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন শুরু হয়। দেশব্যাপী বিভিন্ন শহর ও বিশেষ করে টাওয়ার হ্যামেলটসে গত নয় মাসব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়।”


সর্বশেষ - জাতীয় সংবাদ