1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মেট্রোরেলে নির্দিষ্ট ভাড়ার অতিরিক্ত ভ্রমণের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

আগামী ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে চালু হবে মেট্রোরেল। কর্তৃপক্ষ জানিয়েছে, ভাড়ার অতিরিক্ত ভ্রমণের কোনো সুযোগ থাকবে না মেট্রোরেলে।

মেট্রোরেলের স্টেশনে ঢুকতেই চোখে পড়বে টিকিট বুথ। যাত্রীরা একক যাত্রার টিকিটের পাশাপাশি নিতে পারবেন স্থায়ী টিকিট। বুথে টিকিট না পেলেও থাকবে আলাদা কাউন্টার। যেখান থেকে সংগ্রহ করা যাবে টিকিট।

এমআরটি লাইন-৬-এর ডিপিএম মাহফুজুর রহমান বলেন, ‘আপনাকে বুথে গিয়ে গন্তব্য স্টেশনের টিকিট কাটতে হবে। টিকিট কাটার সময় কী কী ধরনের টাকার নোট দিতে পারবেন সেটা বলে দেবে। কয়টা টিকিট কাটবেন সেটা জিজ্ঞাসা করবে এবং সে অনুযায়ী টাকা নেবে।

কেউ যদি এক স্টেশনের টিকিট কেটে বাড়তি ভ্রমণ করতে চান তাহলে সেই টিকিট দিয়ে বের হওয়ার সুযোগ থাকবে না। নির্দিষ্ট কাউন্টারে গিয়ে প্রয়োজনীয় অর্থ পরিশোধ করলেই খুলবে বের হওয়ার পথ।

মাহফুজুর রহমান বলেন, বেশি দূরত্বে আসার পর কোনো যাত্রী যখন স্লটে টিকিট দিতে যাবে তখন নেবে না। কারণ, ওই যাত্রী অতিরিক্ত ভ্রমণ করেছেন। তাই ওই যাত্রীকে অতিরিক্ত ভাড়া পরিশোধ করে তারপর আসতে হবে। কোনো যাত্রী বিনা ভাড়ায় বেশি ভ্রমণ করবেন, সে সুযোগ এখানে নেই।

এদিকে উদ্বোধনের পরদিনই শুরু হবে বাণিজ্যিক যাত্রা। সীমিত পরিসরে হলেও যাত্রীরা যেন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে সহায়ক হিসেবে থাকবে স্কাউট সদস্যরা। যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায়ও তাদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ।


সর্বশেষ - জাতীয় সংবাদ