1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বাজারে আসতে শুরু করেছে মুড়িকাটা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

দেশের বাজারে মুড়িকাটা পেঁয়াজ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ আসতে শুরু করেছে। বাজারে এখন নতুন পেঁয়াজ পাতাও পাওয়া যাচ্ছে। কোনো কোনো পাতার সঙ্গে রয়েছে ছোট আকারের পেঁয়াজও।

রোববার সন্ধ্যায় কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাজারে নতুন পেঁয়াজ ওঠায় শিগগিরই পেঁয়াজের দাম কমতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি বছর মুড়ি কাটা পেয়াঁজ আবাদ হয় প্রায় ৫০ হাজার হেক্টর জমিতে। এ থেকে প্রায় আট লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়। এ ছাড়া এ বছর গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ হয়েছে প্রায় ৫০০ হেক্টর জমিতে। এ থেকে পেঁয়াজ উৎপাদন হবে আরও প্রায় ৫০ হাজার টন।

মন্ত্রণালয় বলছে, এই মুড়িকাটা ও গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। এসব পেঁয়াজ বাজারে থাকবে তিন থেকে সাড়ে তিন মাস। এরপর মূল পেয়াঁজ আসতে শুরু করবে। এ বছর প্রায় ২৬ থেকে ২৮ লাখ টন পেঁয়াজ উৎপাদন হবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ