1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

অগ্নিসন্ত্রাস: ২৪ ঘণ্টায় ৭ যানবাহনে আগুন

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চলমান অবরোধ কর্মসূচিতে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারা দেশে সাতটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ছয়টি বাস এবং একটি পরিত্যক্ত প্রাইভেটকারে আগুন দেওয়া হয়েছে। প্রতিটি অগ্নিকাণ্ডে দুটি করে ইউনিট পাঠানো হলেও শুধু চারটি আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসকে কাজ করতে হয়েছে।’

গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া মোট ২৭৪টি অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগ করা যানবাহনের মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল এবং ২৭টি অন্যান্য গাড়ি। এছাড়া আজ সকাল থেকে দুপুর ১২টা ১৮ মিনিট পর্যন্ত আরও দুইটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


সর্বশেষ - জাতীয় সংবাদ