1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

জনগণের কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, ‘জনগণের কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতের শুরুতেই সারা দেশের শীতার্তদের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র দিয়েছেন তিনি। গৃহহীন ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ করে দিয়েছেন। বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করেছেন। দরিদ্র মানুষদের জন্য ভিজিডি ভিজিএফের ব্যবস্থা করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।’

শুক্রবার (২০ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদ উল্লা এসব কথা বলেন।

শহীদ উল্লা আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধ্যান-জ্ঞান-স্বপ্ন ছিল এ দেশের মানুষকে নিয়ে। তিনি ছোটবেলা থেকেই এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি সব সময় ন্যায়ের পক্ষে কথা বলেছেন। অন্যায়ের প্রতিবাদ করেছেন। যার ফলে তার জীবনের ২৩ বছর জেল খাটতে হয়েছে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার মতোই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।’

রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বক্তব্য দেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে মো. শহীদ উল্লা খন্দকার উপজেলার কান্দি ইউনিয়নের উত্তর কান্দি গ্রামে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে হামলার শিকার তিনটি পরিবারের বাড়িঘর পরিদর্শন করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাষ্ট্রের ক্ষমতা আছে বলেই সকল ধর্মের মানুষ এ দেশে নিরাপদে বসবাস করছেন।’

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুষার মধু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা তার সঙ্গে ছিলেন।

 


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত