1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

পদ্মা সেতু: ২৬ ঘণ্টায় পার হয়েছে ১৫ হাজার মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

ঈদকে সামনে রেখে প্রিয়জনের টানে ছুটছে মানুষ। মুন্সীগঞ্জের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার মানুষ। তবে এই পথে এবারের ঈদযাত্রা একেবারেই নির্বিঘ্ন। তেমন কোনো বিড়ম্বনার অভিযোগ নেই ঘরমুখো মানুষের। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে প্রায় ১৫ হাজার মোটরসাইকেল টোল দিয়ে পারাপার হয়েছে। আর ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে।

শুক্রবার সকালেও থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোল প্লাজায় মোটরসাইকেলের চাপ দেখা গেছে। যথাযথ নির্দেশনা মেনে নিবিঘ্নে পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন চালকরা।

মোটরসাইকেল চালক নুরুল আমিন বলেন, আমি পরিবার নিয়ে ঈদে খুলনায় বাড়িতে যাচ্ছি। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার রামপুরা থেকে রওনা দিয়েছি। পদ্মা সেতু টোল প্লাজায় এসেছি সকাল ৭টার দিকে। প্রায় পৌনে ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি, মোটরসাইকেলের অনেক চাপ ছিলো। তারপরও অনেক ভালো প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। ঈদের আগেই আমাদের ঈদের উপহার হিসেবে পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপারের অনুমতি দিয়েছেন।
এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের তেমন চাপ নেই বলে জানা গেছে। নির্বিঘ্নে যাতায়াত করছে ঘরমুখো মানুষ।


সর্বশেষ - জাতীয় সংবাদ