1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

মাচায় রং-বেরংয়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য

জয়পুরহাট জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শনিবার, ১৩ মে, ২০২৩

স্বল্প সময় স্বল্প খরচ কিন্তু লাভ বেশি- এ কারণে ধান পাট গম আলু সরিষা ও সবজি চাষের পাশাপাশি জয়পুরহাটের পাঁচবিবির কৃষকরা তরমুজ চাষে এগিয়ে আসছেন।

তরমুজ চাষে সার, কীটনাশক ও শ্রমিক খরচ অন্য সবজি চাষের চেয়ে তুলনামূলক কম। আগের দিনে যদিও তরমুজ গাছগুলো ডাল-পালা জমিতেই ছড়িয়ে ছিটিয়ে যেত আর ডগায় ছোট বড় ফল ধরত। এখন লাইলন সুতা, জিআই তার এবং বাঁশের খুটির (ঝাংলা) মাচায় তরমুজ চাষ করা হচ্ছে।

উপজেলার বহরমপুর গ্রামের কৃষক রশিদুল ইসলাম সবমিলে ৪৫ হাজার টাকা খরচে ১ বিঘা জমিতে তরমুজ চাষ করেন। মাচার নিচে বিভিন্ন রংয়ের হাজার হাজার তরমুজ ঝুলছে। সে জমির তরমুজ পাইকারি দরে প্রায় পৌনে ২ লাখ টাকা বিক্রয় করেন।

জয়দেবপুর গ্রামের কৃষক উত্তম বর্মণ বলেন, গত বছর ১ একর জমিতে বিদেশি জাতের তরমুজ চাষ করে প্রায় ৩ লাখ টাকা আয় করেছিলাম। এবছরও লাগায়েছি কিছুদিন পর বিক্রয় করব।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. লুৎফর রহমান বলেন, উপজেলায় এ বছর ২২ হেক্টর জমিতে মধুমালা, সুগারকিং, টাইগার ক্রাউন ও বাংলালিংকসহ দেশি-বিদেশি জাতের তরমুজ চাষ হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ