1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

গ্রিসে ইউক্রেনীয় কার্গো বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
রবিবার, ১৭ জুলাই, ২০২২

গ্রিসে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার (১৬ জুলাই) গভীর রাতে  সার্বিয়া থেকে জর্ডান যাওয়ার পথে গ্রিসের উত্তরাঞ্চলে কাভালা শহরের কাছে ইউক্রেনভিত্তিক প্রতিষ্ঠান মেরিডিয়ান পরিচালিত অ্যান্টোনভ-১২ বিমান বিধ্বস্ত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিভিন্ন সংবাদ মাধ্যমে বিধ্বস্ত কার্গো বিমানে ১১ টন অস্ত্র ছিল বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু আইএসপিআর এর পক্ষ থেকে বলা হয়েছে, উক্ত বিমানে কোনো অস্ত্র বা গোলাবারুদ ছিল না।

গ্রিসের রাষ্ট্রীয় টিভি ইআরটি জানিয়েছে, মাঝআকাশে থাকার সময় ইঞ্জিনে সমস্যার কারণে পাইলট জরুরি অবতরণের অনুরোধ জানালেও পরে বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি ১২ টন ওজনের মালামাল বহন করছিল।

আইএসপিআর সূত্রে আরও জানা গেছে, রাশিয়ার তৈরি আন্তনভ এএন-১২ মডেলের বিমানটিতে ডাইরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজ (ডিজিডিপি) এর ক্রয় চুক্তির আওতায়, বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর জন্য ক্রয়কৃত প্রশিক্ষণ মর্টার শেল ছিল। মর্টার শেলকে অস্ত্র হিসেবে গণ্য করা হয় না।
এছাড়া মর্টার শেল আমদানির জন্য কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে আনা চালানটি বীমার আওতাভুক্ত ছিল।

ঢাকার চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর আগে এটি জর্ডান, সৌদি আরব ও ভারতে যাত্রাবিরতি করার কথা ছিল।
গ্রিসের বিশেষ দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ