1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

ফিলিস্তিনের নামে কাউকে চাঁদা না দেওয়ার অনুরোধ ঢাকাস্থ রাষ্ট্রদূতের

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষদের নামে কিছু লোক বাংলাদেশে চাঁদা তুলছে বলে অভিযোগ করেছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। বুধবার (১১ অক্টোবর) একটি সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি।

এ সময় ফিলিস্তিনের মানুষদের জন্য কেউ চাঁদা চাইলে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। তিনি জানান, গাজা ও পশ্চিম তীরের মানুষদের জন্য তহবিল সংগ্রহের জন্য কোনো সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়নি।

রাষ্ট্রদূত এ ধরনের তহবিল সংগ্রহের উদ্যোগ সম্পর্কে সতর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষদের অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, গত শনিবার হামাস ইসরায়েলে হঠাৎ হামলা চালালে গাজায় পাল্টা হামলা শুরু ইসরায়েল। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এসব হামলায় হতাহতের সংখ্যাও বাড়ছে হু হু করে। জিম্মি রয়েছে আরও অনেকে। এর জবাবে গাজায় ব্যাপক বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এতে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ২৩ লাখ অধিবাসীর ভূখণ্ড গাজায় খাদ্য, পানীয় জল ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সেখানে ভয়াবহ মানবিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।


সর্বশেষ - জাতীয় সংবাদ