1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

রাজধানীতে বিজিবির বিশেষায়িত ‌‘র‍্যাট’ বাহিনীর টহল

ডেস্ক রিপোর্ট : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে ঢাকার সড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, হাতিরপুল, মগবাজার, মিন্টু রোড, রমনা, কাকরাইল, হাইকোর্ট এবং সচিবালয় এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বিজিবি টহল দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকায় বিজিবির বিশেষায়িত বিজিবি-র‍্যাপিড অ্যাকশন টিমের (র‍্যাট) সদস্যরা টহল দেন। র‍্যাটের সদস্যদের ঢাকার সচিবালয় এলাকায় মোটরসাইকেল নিয়ে টহল দিতে দেখা গেছে।

বিজিবি জানায়, চলাচল বা পণ্য পরিবহনে কোথাও বাধা দেওয়া হলে অথবা বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করবে তারা। বিশেষ করে মহাসড়ক ও রেলপথের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হয়েছে।

সরকারের পদত্যাগ দাবিতে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু হয়েছে সকাল ৬টা থেকে। তিনদিনের এ অবরোধ কর্মসূচি চলবে ২ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত।

শনিবারের মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে রোববার (২৯ অক্টোবর) সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়েছে। এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ।

তবে সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ঔষধ পরিবহন অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।


সর্বশেষ - জাতীয় সংবাদ

নির্বাচিত

নাসিক নির্বাচন : নেতাকর্মীদের একযোগে নৌকার পক্ষে কাজ করার নির্দেশ সভানেত্রীর

৩৩৩

১ মার্চ চালু হবে ‘৩৩৩’ হটলাইন

গম-ভুট্টার উৎপাদন বাড়াতে হাজার কোটি টাকার তহবিল

মিষ্টি পানির মাছ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ : শেখ হাসিনা 

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খালেদা জিয়ার উপদেষ্টা একরামুজ্জামান

জাহাঙ্গীরের বিরুদ্ধে ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ 

মেট্রোরেলের ৮ কোচ ও চার ইঞ্জিন নিয়ে মোংলায় জাহাজ

প্রায় ৯ কোটি ৯৪ লাখ মানুষ নিয়েছেন অন্তত একডোজ টিকা

সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের ক্ষতিপূরণ ঘোষণা

ওয়াজে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে কথিত ‘শিশু বক্তার’ জামিন