1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

সীমান্তে ২১ লাখ ভারতীয় রুপি উদ্ধার করেছে বিজিবি

নিউজ এডিটর : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

লালমনিরহাটের হাতীবান্ধায় সিংগীমারী সীমান্তে ২১ লাখ ২৫ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সিংগীমারী সীমান্ত এলাকার ভারতীয় সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের বাংলাদেশের অভ্যন্তর থেকে এসব রুপি উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এ ছাড়া এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরিও করেছে বিজিবি।

এদিকে ভারতীয় রুপি উদ্ধারের আগে ওই সীমান্ত এলাকায় নজরুল ইসলাম (৫০) ও তার স্ত্রী অঞ্জনা বেগম (৪০) বিজিবি আটক করে। পরে তল্লাশি করে কিছু না পেয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

নজরুল ইসলাম উপজেলার সিংগীমারী এলাকার মৃত এসাহাক মিয়ার ছেলে। এ ছাড়া নজরুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে হাতীবান্ধা একাধিক মামলা রয়েছে।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার সিংগীমারী সীমান্ত এলাকার ভারতীয় সীমান্তের নো ম্যান্স ল্যান্ডের বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ও তার স্ত্রী অঞ্জনা বেগমকে ঘুরাফেরা করতে দেখে সিংগীমারী বিওপি ক্যাম্পের টহলরত দলের বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ সময় তাদের শরীর তল্লাশি করে কোনো কিছু না পেয়ে ছেড়ে দেওয়া হয়। পরে বিজিবি ওই এলাকায় বিভিন্ন স্থানে জোড়ালো তল্লাশি চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি গর্ত থেকে প্রায় ২১ লাখ ২৫ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করে। যা বাংলাদেশি টাকায় প্রায় ২৮ লাখ ৫ হাজার টাকা।

এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, সিংগীমারী সীমান্ত এলাকায় মাটির নিচে পুঁতে রাখা প্রায় ২১ লাখ ২৫ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং জব্দকৃত ভারতীয় রুপি লালমনিরহাট ট্রেজারি অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ - জাতীয় সংবাদ