1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

নারায়ণগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আবারও দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করল তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সোনারগাঁ পৌরসভার পাঁচটি এলাকায় অভিযান চালিয়ে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ ও রাইজার জব্দ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহীম জানান, স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় সোনারগাঁ পৌরসভার কয়েক কিলোমিটার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ স্থাপন করা হয়। চার মাস আগে অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করা হলেও সম্প্রতি পুনরায় সংযোগ নেয়া হয়েছিল। 

তিনি বলেন, বিষয়টি জানতে পেরে তিতাস কর্তৃপক্ষকে নিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন কিলোমিটার এলাকা বিস্তৃত দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ এর সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে উপজেলা প্রশাসন।


সর্বশেষ - জাতীয় সংবাদ