1. অন্যরকম
  2. অপরাধ বার্তা
  3. অভিমত
  4. আন্তর্জাতিক সংবাদ
  5. ইতিহাস
  6. এডিটরস' পিক
  7. খেলাধুলা
  8. জাতীয় সংবাদ
  9. টেকসই উন্নয়ন
  10. তথ্য প্রযুক্তি
  11. নির্বাচন বার্তা
  12. প্রতিবেদন
  13. প্রবাস বার্তা
  14. ফিচার
  15. বাণিজ্য ও অর্থনীতি

বিদ্যুতের চাহিদা পূরণে অবদান রাখছে সৌরবিদ্যুৎ

নিজেস্ব প্রতিবেদক : ইবার্তা টুয়েন্টিফোর ডটকম
শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

জ্বালানি সঙ্কটের সময় বিদ্যুতের চাহিদা পূরণে অবদান রাখছে সৌরবিদ্যুৎ। কারখানার ছাদে বসানো সোলার প্যানেলের মাধ্যমে পাওয়া বিদ্যুতে এখন স্বয়ংসম্পূর্ণ অনেক উদ্যোক্তা।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, সরকারের লক্ষ্য দেশে উৎপাদিত বিদ্যুতের ১০ শতাংশ সৌরশক্তি থেকে যোগান দেয়া।

চট্টগ্রামের ইউনিভার্সেল জিন্স নামের এই গার্মেন্টস কারখানার ছাদে নির্মাণ করা হয়েছে ৭০৮ কিলোওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র।

সরকারি বিতরন কোম্পানির বিদ্যুতের দাম হিসাবে এখান থেকে প্রতিদিন উৎপাদিন হচ্ছে অন্তত ৩৪ হাজার টাকার বিদ্যুৎ।

২৫ বছর মেয়াদী এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে যে ব্যয় হয়েছে তা উঠে আসতে সময় লাগবে মাত্র পাঁচ বছর। এরপর আরও ২০ বছর মিলবে বিদ্যুত।

যা মিলবেকোন খরচ ছাড়াই। লাভের অংকটাই বেশি। তাই প্রতিষ্ঠানটি আরও ১ দশমিক ০৬ মেগাওয়াট ক্ষমতার আরেকটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে।

ইউনিভার্সেল জিন্সের ইঞ্জিনিয়ারিং বিভাগের ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন জানান, আগামি মাস থেকে বিদ্যুত মিলবে সেখান থেকেও।

শিল্প কারখানার জ্বালানি নিয়ে সঙ্কট যখন বিশ্বব্যাপী তখন সৌর বিদ্যুত ব্যবহার করে জ্বালানি সাশ্রয়ে ভূমিকা রাখতে পেরে খুশি প্রতিষ্ঠানটির উদ্যোক্তা সৈয়দ মোহাম্মদ তানভীর।

দেশের আরেক শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মেঘনা গ্রুপ। নিজেদের সিরামিক ইন্ডাস্ট্রির ছাদে নির্মাণ করছে প্রায় ১৩ দশমিক ৭ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র।

দামের হিসাবে সেখান থেকে প্রতিদিন মিলছে ৩ লাখ ৪৭ হাজার টাকার বিদ্যুৎ।

মেঘনা গ্রুপের সোনারগাঁও সৌর বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম জানান, ছাদ ব্যবহার করে আরো ৩০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুতকেন্দ্র বসাতে চান তারা।

আধুনিক সৌর প্যানেলে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বিদ্যুত মেলে। দিনে ১০ থেকে ১১ ঘণ্টা বিদ্যুত পাওয়া যায়।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, এমন উদ্যোগের কারণে দ্রুতই সৌর শক্তি থেকে ১০ শতাংশ বিদ্যুত মিলবে।

দেশে এখন ৮টি সোলার পার্ক থেকে ২৩১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। নির্মাণাধীন আছে মোট ৪৪০ দশমিক ক্ষমতার ৮ টি প্রকল্প।

নেট মিটারিংয়ের উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে নেয়া হচ্ছে প্রায় ৪৬ মেগাওয়াট। আর মিটার ছাড়া ছাদের সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে মোট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে প্রায় ৫৭ মেগাওয়াট।


সর্বশেষ - জাতীয় সংবাদ